রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১:৪১

ষষ্ঠ জনশুমারি ও গৃহগণণার কাজ গোদাগাড়ীতে শুভ উদ্বোধন করলেন ইউএনও।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সারাদেশের মত রাজশাহীর গোদাগাড়ীতে ষষ্ঠ জনশুমারি ও গৃহগণণা কাজের শুভ উদ্বোধন করলেন গোদাগাড়ী উপজেলা নিবার্হী কর্মকর্তা জনাব, মোঃ জানে আলম।
বুধবার (১৫জুন) সকাল সাড়ে নয়টার সময় তার নিজ বাসভবনে তথ্য পূরণের মাধ্যমে ষষ্ঠ জনশুমারি ও গৃহগণণা কাজ শুরু করা হয়। এইসময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌর জোনাল অফিসার শ্রী মিন্টু কুমার মন্ডল, উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌর জোনের আইটি সুপারভাইজার মোঃ ইসহাক, সুপারভাইজার মোঃ আশিকুর রহমান,গণণাকর্মী মোসাঃ শারমিন সুলতানা।
এইসময় নির্বাহী কর্মকর্তা জনাব, মোঃ জানে আলম বলেন, এইবার ষষ্ঠ জনশুমারি ও গৃহগণণা কাজ ডিজিটাল পদ্ধতিতে গণণা করা হচ্ছে। জনশুমারীর কার্যক্রম শুরুর পূর্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, মসজিদ মাদ্রাসা, মন্দির, গির্জাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে তথ্য দিয়ে সহায়তার জন্য বলা হয়েছে।
এছাড়াও সকল গননাকর্মী যেনো সঠিকভাবে তথ্য সংগ্রহ করেন সেই দিকে লক্ষ্য রাখতে অনুরোধ করেন।