মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১:২৮

জরিমানা করা হয়েছে বাল্যবিয়ের জন্য।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) হস্তক্ষেপে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল দশম শ্রেণির এক স্কুলছাত্রী। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে স্কুলছাত্রীর বাবাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে স্কুলছাত্রীর ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তাকে বিয়ে দেবেন না বলে তার বাবা মুচলেকা দেন।
খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার দুপুরে ইছাপুরা গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীর সঙ্গে পাশাপাশি সাটিরপাড়া গ্রামের তাহের মিয়ার ছেলের বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বিয়ে বাড়িতে গিয়ে হাজির হন।
পরে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিয়ে বন্ধ করে দেন ও কনের বাবাকে বাল্যবিয়ের আয়োজন করায় ৫০ হাজার টাকা জরিমানা করেন।