মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ২:৪৪

আবার দাম বেড়েছে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দাম বেড়েই চলছে তরলিকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি)। এবার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম হয়েছে ১ হাজার ৪৩৯ টাকা। গত মাসের দামের চেয়ে চলতি মাসে ৪৮ টাকা বাড়ানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) রবিবার (৩ এপ্রিল) এই নতুন দাম নির্ধারণ করেছে।
এর আগে গত ৩ মার্চ এলপিজির দাম এক দফা বাড়ানো হয়। তখন ১২ কেজি গ্যাস সিলিন্ডারের মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ২৪০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩৯১ টাকা নির্ধারণ করা হয়। এক মাস পর বিইআরসি রবিবার নতুন এই দাম নির্ধারণ করে।