রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১:৩৮

মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে নগরকান্দায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নানা কর্মসূচির মধ্য দিয়ে ফরিদপুরের নগরকান্দায় শনিবার মহান স্বাধীনতা দিবস ২০২২ পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে কুচকাওয়াজ, আলোচনা সভা, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও মুক্তিযুদ্ধ বিষয়ক ডিসপ্লে প্রদশর্ন ও পুরস্কার বিতরণের আয়োজন করে নগরকান্দা উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, জেতী প্রু’র সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সংসদ উপনেতার একান্ত ব্যক্তিগত কর্মকর্তা শফিউদ্দীন শফি, নগরকান্দা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) এন এম আব্দুলাহ আল মামুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেন, আওয়ামী লীগ নেতা কাজী শাহজামান বাবুল সহ উপজেলার মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”