ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : খুচরা বাজারে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি প্রতি কেজি পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হয়েছে। কয়েক দিনের ব্যবধানে তিন দফা বেড়ে এখন খুচরা বাজারে পেঁয়াজ মানভেদে কেজিপ্রতি ৬০ থেকে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে পেঁয়াজের সরবরাহ প্রচুর, দেশি পেঁয়াজের পাশাপাশি ভারতের পেঁয়াজও আছে। তার পরও দাম বেশি। পাইকারি ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, এখন দাম বেশি থাকলেও কিছুদিনের মধ্যে কমে আসবে।
ব্যবসায়ীরা বলছেন, বাজারে এখন দেশি যে পেঁয়াজ পাওয়া যাচ্ছে তা মুড়িকাটা পেঁয়াজ। মুড়িকাটা পেঁয়াজ প্রায় শেষ হয়ে আসায় দাম বেড়েছে। তবে মেহেরপুরের পেঁয়াজ (আকারে বড়) আসতে শুরু করেছে বাজারে। এ ছাড়া আগামী সপ্তাহে হালি পেঁয়াজও বাজারে আসবে। তখন পেঁয়াজের দাম কমে যাবে।