ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের জয়জয়কার হয়েছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়। ১০ টি ইউনিয়নের মধ্যে ৯ টিতে নৌকা এবং একটিতে বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছেন। গতকাল রবিবার উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
কেন্দ্র থেকে বেসরকারি ফলাফলে জানা যায় নারান্দিয়া ইউনিয়নে মাসুদ তালুকদার ( নৌকা), দশকিয়া ইউনিয়নে আব্দুল মালেক ভুঁইয়া ( নৌকা), সল্লা ইউনিয়নে আব্দুল আলিম ( নৌকা), কোকডহরা ইউনিয়নে নূরুল ইসলাম ( নৌকা), সহদেবপুর ইউনিয়নে মোখলেছুর রহমান খান ফরিদ ( নৌকা), নাগবাড়ী ইউনিয়নে আব্দুল কাইয়ুম বিপ্লব ( নৌকা), গোহালিয়াবাড়ী ইউনিয়নে আব্দুল হাই আকন্দ (নৌকা), বল্লা ইউনিয়নে ফরিদ খান ( নৌকা) এবং পাইকড়া ইউনিয়নে আজাদ হোসেন ( নৌকা) বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন।
কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার বলেন, নৌকা মানেই উন্নয়ন। তাই উন্নয়নের স্বার্থে জনগণ বঙ্গবন্ধু ও মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করেছেন।