মঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৯:৪৮

বর্ধিত সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আরো গতিশীল করতে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নেত্রকোনার বারহাট্টা উপজেলা শাখার আয়োজনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বারহাট্রা উপজেলা পরিষদ অডিটরিয়ামে রবিবার সকালে বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব, আজিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব, আব্দুল ওয়াহেদের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব, শফিউল আলম চৌধুরী নাদেল।
এ সময় বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক সংসদ সদস্য জনাব, অসীম কুমার উকিল, আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য রেমন্ড আরেং, কার্যকরী কমিটির সদস্য মারুফা আক্তার পপি, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব, মতিয়র রহমান খান, সাধারণ সম্পাদক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব, মোঃ আশরাফ আলী খান খসরু এমপি।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নূর খান মিঠু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট ইফতিখার উদ্দিন মাসুদ, এডভোকেট অসিত সরকার সজল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকার, সংরক্ষিত নারী সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালি, বারহাট্রা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাইনুল হক কাশেম প্রমূখ।
এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব, শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, দেশরত্ন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”