রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১২:৩৩

আরপাঙ্গাশিয়া বাজারের এলাকার জনদুর্ভোগের সমাধান।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বরগুনা জেলার আমতলী
উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আসাদুজ্জামান, আমতলী এবং তালতলী স্থান এর সংযোগ রাস্তাটি
নিজ তহবিল থেকে সংস্কার করে আরপাঙ্গাশিয়া বাজারের জনদুর্ভোগের সমাধান করে দিলেন।
তিনি নিজে সেই স্থানে উপস্থিত থেকে সেই কাজের তদারকি করেন। তাহার এই কাজের জন্য আমতলী এবং তালতলী জনগণ অনেক খুশি। আলোকিত মানুষ যেই স্থানেই থাকুক না কেনো, সেই স্থানকে নিজ আলোয় আলোকিত করেন।