ডেইলি ক্রাইম বার্তা : বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয় নেত্রকোনা জেলার কলমাকান্দায়। ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসন বন্ধের দাবিতে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের আমবাড়ি বাজার মসজিদের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়েছে।
২৫ শে অক্টোবর রোজ বুধবার বাদ জোহর পোগলা ইউনিয়ন পরিষদ চত্বর থেকে ফিলিস্তিনের মজলুম মুসলমান স্বাধীনতাকামীদের পক্ষে সংহতি এবং ইসরাইলী আগ্রাসন বন্ধের দাবি জানিয়ে এই বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে উক্ত সমাবেশটি সঞ্চালনা করেন হাফেজ মাওলানা শেখ মিজানুর রহমান ইসলামপুরী।
এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন
মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আজিজুর রহমান, হাফেজ মুখলেছুর রহমান,হাফেজ শোয়াইব আহমেদ সুমন,হাফেজ রেজাউল করিম, মুয়াল্লিম নাঈম খান সহ আরো অনেকেই।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”