ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বরিশাল নগরীর নবগ্রাম রোড – জিয়া সড়কের মোড়ের বাসিন্দা, মাকসুদা বেগম – স্বামী মৃত: মো: সেকান্দার আলী খান এর মেয়ে সুইডেন প্রবাসী সুরাইয়া আক্তার জোসনা, সেই সুইডেন প্রবাসী সুরাইয়া আক্তার জোসনার সম্পত্তি জোর করে দখল করার উদ্দেশ্যে হামলা চালায় আমিনুল ইসলাম আফজাল গং – পিতা মৃত: মোশারফ হোসেন খান। তাছাড়া তার জমি দখল ও তার দোকান ভাংচুর করেন আমিনুল ইসলাম আফজাল গং এবং তার সহযোগিরা। এই ঘটনা গত ১৭ জুলাই ২০২০ রোজ শুক্রবারের। তাই সুইডেন প্রবাসী সুরাইয়া আক্তারের পরিবারের লোকজন সুষ্ঠু বিচার দাবী চেয়েছেন প্রশাসন ও সমাজের সকল মানুষের কাছে এবং সেই সুষ্ঠু বিচার দাবীতে বরিশাল অশ্বিনী কুমার টাউন হলের সামনে তারা মানব বন্ধন করেছেন।