ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১৯৭৪ সালে বঙ্গবন্ধু সুদমুক্ত ক্ষুদ্রঋণের প্রবর্তন করে অনগ্রসর জনগোষ্ঠীকে এগিয়ে নিতে ভূমিকা রেখেছিলেন। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব, মোঃ আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যেক মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
নেত্রকোনা পাবলিক হল মিলনায়তনে শনিবার দুপুরে উপজেলা পরিষদ ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সমাজকল্যাণ অধিদপ্তরের সুদমুক্ত ক্ষুদ্রঋণ এবং অনগ্রসর ও বেদে জনগোষ্ঠী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
সদর উপজেলা চেয়ারম্যান তফসিল উদ্দিন খানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে সুদমুক্ত ক্ষুদ্রঋণ গ্রহীতা এবং জেলার অনগ্রসর ও বেদে জনগোষ্ঠী শিক্ষার্থী সহ ৩শত ৪১জনের হাতে মোট ৮৬ লক্ষ টাকার চেক তুলে দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান জনাব, প্রশান্ত কুমার রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব, সুহেল মাহমুদ,অতিরিক্ত পুলিশ সুপার জনাব, ফকরুজ্জামান জুয়েল,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার,জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আলাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন প্রমূখ
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”