রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১:৩৬

ক্ষতিগ্রস্তকে খাদ্য সহায়তা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে নেত্রকোনায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। জেলার ১০ হাজার মানুষকে দেওয়া হচ্ছে খাদ্য সহায়তা। গতকাল রবিবার প্রথম ধাপে জেলা প্রশাসনের সহযোগিতায় সদর উপজেলার আটটি ইউনিয়নের দুই হাজার মানুষের হাতে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়। প্রতি প্যাকেটে রয়েছে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল ও একটি মুড়ির প্যাকেট।
খাদ্যসামগ্রীর প্যাকেট হাতে পেয়ে খুশি মনে বাড়ি ফিরে যান উপকারভোগীরা। তাঁরা বসুন্ধরার মঙ্গল কামনা করেন।