ডেইলি ক্রাইম বার্তা : গ্রামীনব্যাংকের উদ্যোগে বরিশাল গৌরনদী উপজেলা কালকিনিতে শীতবস্র বিতরন করা হয় আজ ১০ জানুয়ারি সকাল ১১টায়।
গ্রামীনব্যাংক কয়ারিয়া কালকিনি শাখার সামনে সংগ্রামি
হতদরিদ্র সদস্যদের মাঝে কম্বল বিতরন করছেন গ্রামীনব্যাংকের মাদারিপুর এরিয়া ম্যানেজার জনাব, মোঃআব্দুর রহিম। এ সময় আরো উপস্থিত ছিলেন কয়ারিয়া কালকিনি শাখার শাখা ব্যবস্থাপক জনাবা, সামিনা পারভীন পলি ও আরও উপস্থিত ছিলেন শাখার সহকর্মীবৃন্দ।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”