ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শুরু হয়েছে ফরিদপুরের নগরকান্দায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা। মেলার মাধ্যমে খামারিরা ভবিষ্যতে এই খাতে আরও উদ্বুদ্ধ হবে বলে আশা করছে সংশ্লিষ্ট প্রশাসন।
প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় নিয়ে আসা হয়েছে উন্নত প্রজাতির গরু, ছাগল, ভেড়া, টিয়া, কবুতরসহ বিভিন্ন ধরনের পশু-পাখি। মেলা দেখতে সকাল থেকে সাধারণ মানুষ ভিড় করতে শুরু করে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের নগরকান্দা সরকারি মহাবিদ্যালয় চত্বরে এ মেলা শুরু হয়।
প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা খামারিরা তাদের পোষা গরু , ছাগল, পাখি, ভেড়া, কবুতরসহ বিভিন্ন প্রজাতির পশু-পাখি নিয়ে আসেন স্টলে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাকিরুল ফরিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সহকারী কমিশনার এন এম আব্দুল্লাহ আল মামুন, নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুনাহার রিটা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নুরুল্লাহ আহসান, এলডিডিপি প্রকল্পের ডাঃ মোঃ গোলাম আজম প্রমুখ।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”