শুক্রবার, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৪:৪৯

হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আইনশৃংখলা মিটিং ফরিদপুরের নগরকান্দায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আইনশৃংখলা মিটিং অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরের নগরকান্দায়।
বুধবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার চরযোশোরদী ইউনিয়নের মুকুন্দপুটি গ্রামে এ মিটিংয়ের আয়োজন করে থানা পুলিশ।
এসময়, থানা অফিসার ইনচার্জ জনাব, সেলিম রেজা বিপ্লব এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব, সুমিনুর রহমান।
উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির, খন্দকার ওহিদুল বারী আলম, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল আলম রিজু সহ এলাকার গন্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ।
উল্লেখ্য মুকুন্দপুটি গ্রামের এক ব্যক্তির ফেইসবুকের স্টাটাসকে কেন্দ্র করে এলাকায় একাধিক বার সাম্প্রদায়িক দন্দের সৃষ্টি হলে, আইনশৃংখলা পরিস্থতি জোরদার করা হয়।
আর এই সাম্প্রদায়িক দন্দের যাতে পুনরাবৃত্তি না ঘটে সে লক্ষ্যেই এই বিশেষ মিটিংয়ের আয়োজন করে পুলিশ।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”