সোমবার, ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১:০৬

দুইজন সড়ক দুর্ঘটনায় নিহত হ‌য়ে‌ছেন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হ‌য়ে‌ছেন ময়ম‌নসিং‌হের ত্রিশালে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। আহত‌দের ম‌ধ্যে ২ জ‌নের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ জানায়, বুধবার (২০ অক্টোবর) সকা‌লে ঢাকা-ময়মন‌সিংহ মহাসড়কের আমিরাবাড়ী এলাকার নিগার জামান ফি‌লিং স্টেশন সংলগ্ন স্থা‌নে ইউটার্ন করার সময় গা‌র্মেন্টস শ্রমিকবাহী লেগুনাকে ‌পিছন দিক থে‌কে একটি ট্রাক ধাক্কা দি‌লে এ দুর্ঘটনা ঘ‌টে। এ‌তে ১২ জন আহত হয়।
ত্রিশাল ফায়ার সা‌র্ভিস ও ত্রিশাল থানা পু‌লিশ আহত‌দের উদ্ধার ক‌রে ত্রিশাল উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লেক্স হাসপাতা‌ল নেওয়া হয়। কর্তব্যরত চি‌কিৎসক আহত‌দের ম‌ধ্যে ৯ জন‌কে ময়মন‌সিংহ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে স্থানান্তর ক‌রে ও প‌রে ২ জ‌নের মৃত্যু হয়। বা‌কি ৭ জ‌নের ম‌ধ্যে ২ জ‌নের অবস্থা এখনও আশঙ্কাজনক এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে।