বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৪:১৮

প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল ইউপি নির্বাচনের ফরিদপুর নগরকান্দায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ১৭ অক্টোবর ছিলো মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ফরিদপুরের নগরকান্দা উপজেলায়। উপজেলায় ৯ টি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ৫১ জন – সংরক্ষিত আসনে ৮৪ জন – সাধারণ সদস্য পদে ২৮৭ জন প্রার্থী উপজেলা রিটার্নিং কর্মকর্তাদের নিকট মনোনয়ন পত্র জমা দেন।
৯ টি ইউনিয়ন থেকে আওয়ামী লীগ দলীয় প্রতীক নৌকার মাঝি হলেন ৯ জন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করায় সতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনী মাঠে প্রার্থীরা। যাচাই-বাছাই ২১ ও ২২ অক্টোবর ২৬ অক্টোবর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনী প্রচার প্রচারনায় প্রার্থী হিসাবে পরিচিত হন প্রার্থীরা। প্রতীক পাওয়ার পর থেকে আটঘাট দিয়ে নির্বাচনী মাঠে সরব থাকবে এসকল প্রার্থীরা।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”