ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে নেত্রকোনায় শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উদযাপিত হয়েছে। দিবসটির শুরুতেই সোমবার (১৮ অক্টোবর) সকাল ৭টায় মুক্তারপাড়া মুক্তমঞ্চে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানানো হয়।
এসময় সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক জনাব, কাজি মোঃ আবদুর রহমান, জেলা পুলিশ সুপার জনাব, মোঃ আকবর আলী মুনসী, পৌর মেয়র জনাব, নজরুল ইসলাম খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব, নুরুল আমিনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সম্মেলণ কক্ষে দিবসটি উপলক্ষে কেক কাটা হয়। এসময় অতিথিবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় সংরক্ষিত সংসদ সদস্য ও পৌর মেয়র, শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শিশুদের কেক খাওয়ান। পরে সকাল ১১টায় সম্মেলণ কক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এছাড়াও সন্ধ্যায় জেলা পাবলিক হলে “শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাচ, গান ও আবৃত্তি অনুষ্ঠিত হয়।
এদিকে জেলার বিভিন্ন উপজেলার সরকারি বেসরকরি বিভিন্ন প্রতিষ্ঠানে নানা আয়োজনে যথাযোগ্য শহীদ শেখ রাসেলের জন্মদিন পালিত হয়।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”