সোমবার, ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১২:৪০

মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অসাম্প্রদায়িক চেতনায় এমন একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি এমন একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চান যেখানে থাকবে না কোনো অবিচার, থাকবে না কোনো অন্যায়।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোমবার শেখ রাসেল দিবস ২০২১-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন সরকার প্রধান।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ দেশটা আমাদের এবং এ দেশটা আমরা গড়ে তুলতে চাই একটি অসাম্প্রদায়িক চেতনায়। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। সোনার বাংলাদেশ গড়তে চাই, যে দেশে কোনো অন্যায় থাকবে না, অবিচার থাকবে না এবং মানুষ সুন্দরভাবে বাঁচবে।