মঙ্গলবার, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৩:৫৪

পেঁয়াজ আমদানি বৃদ্ধি করা হচ্ছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি বৃদ্ধির লক্ষে দেশের বাজার স্থিতিশীল রাখতে বাণিজ্য মন্ত্রণালয় প্রতিনিধি দল টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেছেন। অতিবৃষ্টির কারণে ভারতে পেঁয়াজের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন সুযোগে দেশে কতিপয় ব্যবসায়িদের কারসাজিতে পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে। এর মধ্যে গত দুই সপ্তাহে বাংলাদেশে পেঁয়াজের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ।
গতকাল শনিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব জনাব, এএইচএম সফিকুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল টেকনাফ স্থলবন্দর পরিদর্শনে আসেন। এই সময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বন্দরের পণ্য উঠা-নামাঘাট, ইমিগ্রেশন ঘাট, ওয়ার হাউসসহ আমদানি রপ্তানী পণ্যের গুদাম পরিদর্শন করেন।
শুল্ক স্টেশন সূত্রে জানায়, ১৫ অক্টোবর রাত সাড়ে আটটা পর্যন্ত ৮ হাজার ১০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে মিয়ানমার থেকে। এসব পেঁয়াজ ১০ থেকে ১২ জন ব্যবসায়ী আমদানি করেছেন। এর আগে মিয়ানমার থেকে সেপ্টেম্বরে ২ হাজার ৯৮৮ মেট্রিক টন, আগস্ট মাসে ৭৬৫ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছিল।