ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মো. হারুন (৩৯) নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে ১৬ এপিবিএন পুলিশ সদস্যরা আর এই ঘটনা কক্সবাজারের টেকনাফে। শনিবার ভোরে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত যুবক হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ক্যাম্পের সি-ব্লকের ৮১৩নং শেডের ২নং রুমের ফজল আহাম্মেদের ছেলে। মো. হারুন হত্যা, ডাকাতি, দস্যুতা, অস্ত্র এবং মাদকসহ ৭টি মামলার আসামি।
১৬ আমর্ড ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশের অধিনায়ক (এসপি) জনাব, তারিকুল ইসলাম তারিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেফতারকৃৃত হারুন হত্যা, ডাকাতি, দস্যুতা, অস্ত্র এবং মাদকসহ ৭টি মামলার এজাহার নামীয় পলাতক আসামি। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।