বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:৩৫

নদীতে গোসল করার সময় একজনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গোসল করার সময় পানিতে ডুবে মেডিকেল ছাত্র মোছাব্বির হোসেন ফাইমের (২২) মৃত্যু হয়েছে আর এই ঘটনা বগুড়ায় সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে।
শনিবার (১৬ অক্টোবর) সকাল ৮টার দিকে সারিয়াকান্দি সদর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
ফাইম দিনাজপুর মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের হাতিবান্দা গ্রামের ফজলুল করিমের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মনিরুজ্জামান বাবু বিষয়টি নিশ্চিত করেন।
স্বজনরা জানান, ফাইম তার খালাতো ভাই মোহাইমিনের সঙ্গে গত ১৫ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় সারিয়াকান্দি উপজেলায় নানা আমজাদ হোসেন মন্ডলের বাড়িতে বেড়াতে আসেন। শনিবার সকালে দিঘলকান্দি হার্ডপয়েন্ট এলাকায় যমুনা নদীতে গোসল করার সময় পানিতে ডুবে যান তিনি। এর কিছুক্ষণ পর এলাকাবাসী তার মৃতদেহ উদ্ধার করে।