বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৭:৩৭

সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় নারী ও শিশুসহ ঘটনাস্থলে ৬ যাত্রী নিহত ও আহত হয়েছেন কমপক্ষে ১০ জন আর এই ঘটনা ময়মনসিংহের ত্রিশালের চেলের ঘাট এলাকায়।
শনিবার (১৬ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রায়মনি গ্রামের চেলেরঘাট এলাকায় বিকল হওয়া একটি পাথর ভর্তি ড্রাম ট্রাককে ওভারটেক করার সময় শেরপুরগামী যাত্রীবাহী একটি পরিবহনের একপাশ চিরে যায়।
এতে ঘটনাস্থলেই শিশু ও নারীসহ ৫ জন নিহত হন। অপর এক ব্যক্তি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। পুলিশ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা গুরুতর আহত আরো ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে।
ত্রিশাল থানার ওসি জনাব, মাইন উদ্দিন জানান, ত্রিশালের চেলের ঘাট এলাকায় একটি ড্রাম ট্রাক দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতেই এ দুর্ঘটনা ঘটে।
ওসি আরও জানান, নিহত সবাই বাসের যাত্রী। তারা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের নাম পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ।