মঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১০:৫১

ভাই-বোন গ্রেফতার ২৭ হাজার পিস ইয়াবাসহ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২৭ হাজার পিস ইয়াবাসহ ভাই এবং বোনকে গ্রেফতার করেছে মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে। গ্রেফতারকৃতরা হলেন মমতাজ বেগম ও তার তাই নুুরুল আমিন। শুক্রবার বিকেলে নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক জনাব, মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে ২৭ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই ভাই-বোন দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে সম্পৃক্ত।
এই ঘটনায় মোজ্জামেল হক বাদী হয়ে বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।