শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:০৫

ধর্ষণ করতে চায় এবং এই ঘটনায় থানায় অভিযোগ তরুণীর।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোবাইল ফোনে প্রেমের পর বন্ধুর বাড়িতে নিয়ে ‘প্রেমিক ধর্ষণ করতে চায়’এই মর্মে থানায় লিখিত অভিযোগ করেছেন এক তরুণী আর এই ঘটনা মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে।
বৃহস্পতিবার উপজেলার আব্দুল্লাহপুরে এক তরুণী পার্শ্ববর্তী গ্রাম পাইকপাড়ার জাহাঙ্গীর শেখের ছেলে সাগর শেখের বিরুদ্ধে এই অভিযোগ করেন।
ওই তরুণী বলেন, মোবাইল ফোনের মাধ্যমে আমার সঙ্গে সাগর শেখের ২ বছরের প্রেমের সম্পর্ক। আমি বিবাহিত ছিলাম, আমার একটি সন্তান আছে। আমাকে বিয়ে করবে বলে ফুসলিয়ে সাগর আমার আগের সংসার ভেঙে দেয়। আমি চাকরি করতাম, তার কথায় আমি চাকরি ছেড়ে দিয়েছি।
তিনি বলেন, ৯ ডিসেম্বর বুধবার সে ভ্রমণের কথা বলে আমাকে তার বন্ধুর বাড়িতে নিয়ে যায়। সেখানে সে বিল্ডিংয়ের দরজা বন্ধ করে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চায়। আমি রাজি হইনি বলে সে আমাকে ভয় দেখায়। আমি যদি তার কথামতো শারীরিক সম্পর্ক না করি তাহলে আমার খারাপ খারাপ ছবি বানিয়ে সে ফেসবুকে ছাড়বে বলে হুমকি দিয়েছে।
টঙ্গীবাড়ী থানার ওসি হারুন-অর-রশিদ জানান, অভিযোগের বিষয়ে তদন্ত চলমান।