বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৪:৫৮

২৪টি সোনার বারসহ পাচারকারী আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যশোরের বেনাপোল সীমান্ত থেকে ভারতে পাচারের সময় দুই কেজি ওজনের ২৪টি সোনার বারসহ বাকি বিল্লাহ (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি।
আটক সোনা পাচারকারী বেনাপোল পোর্টথানার বালুন্ডা গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে বেনাপোল সীমান্তের আমড়াখালী চেকপোস্ট থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে তাকে আটক করে।
বিজিবি জানায়, গোপন খবর আসে সীমান্ত পথে একটি সোনার চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। একপর্যায়ে য‌শোর থে‌কে বেনা‌পোলমু‌খী এক‌টি বাস তল্লা‌শি ক‌রে ২ কে‌জি ওজনের ২৪টি ছোট, বড় সোনার বারসহ বাকি বিল্লাহ না‌মে এক চোরাচালা‌নি‌কে আটক করা হয়। আটককৃত সোনার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।
৪৯ বি‌জি‌বি ব্যাটালিয়নের অধিনায়ক লে. ক‌র্নেল সে‌লিম রেজা আটকের সত্যতা নি‌শ্চিত ক‌রে জানান, সোনা পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনা‌পোল পোর্ট থানায় সোপর্দ করা হ‌য়ে‌ছে।