ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সোমবার (৩০ নভেম্বর) সমিতির সভানেত্রী ইয়াসমিন জামানের দিক নির্দেশনায় বাফওয়া কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঢাকায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করা হয় এবং এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া)।
বাফওয়া কেন্দ্রীয় পরিষদ কর্তৃক প্রেরিত শীতবস্ত্র সমূহ পর্যায়ক্রমে ঢাকার কুর্মিটোলা ও তেজগাঁও এলাকাসহ চট্টগ্রাম, যশোর, টাঙ্গাইল, বগুড়া, লালমনিরহাট, মৌলভীবাজার ও শমসেরনগরে বাফওয়ার বিভিন্ন আঞ্চলিক ও উপ-আঞ্চলিক শাখাসমূহের মাধ্যমে দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হবে।
বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও তৎসংলগ্ন এলাকার দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে প্রতিবছরই শীতবস্ত্র বিতরণ করে থাকে।