বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৫:০২

দুই জমজ বোনকে ধর্ষণ করলো মামাতো ভাই।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ফরহাদ (২৩) নামের এক যুবকের বিরুদ্ধে ১১ বছরের জমজ দুই বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে আর এই ঘটনা রাজধানীতে। অভিযুক্ত ফরহাদ সম্পর্কে ভিকটিমদের মামাতো ভাই হয়। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে মুগদার ব্যাংক কলোনি এলাকায় একটি ভবনের তিন তলায় এ ঘটনা ঘটে।
রবিবার বিকালে মুগদা থানা পুলিশ ধর্ষণের শিকার দুই শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছে। অভিযুক্ত ফরহাদ পলাতক।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা বলেন, ঘটনা বুধবারের। রবিবার বেলা সাড়ে ৩টার দিকে ফরহাদকে আসামি করে মামলা করা হয়েছে। ধর্ষিতাদের ঢাকা মেডিক্যালের ওসিসিতে পাঠানো হয়েছে। ধর্ষককে ধরতে অভিযান চলছে।
ওসি প্রলয় কুমার সাহা বলেন, শিশু দুটির বাসা এবং ধর্ষকের বাসা রাস্তার এপার-ওপার। ঘটনার দিন ফরহাদ ওই দুই শিশুকে মিথ্যা বলে কৌশলে তাদের দু’জনকে তাদের বাসায় ডেকে নিয়ে যায়।
তখন ফরহাদের বাসায় অন্য কেউ ছিল না। এই সুযোগে প্রথমে এক বোনকে গামছা দিয়ে বেঁধে অন্যজনকে ধর্ষণ করে। পরে তাকে বেঁধে ফরহাদ দ্বিতীয় বোনকে ধর্ষণ করে।
তাদের হাসপাতালে নিয়ে যাওয়া পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এনামুল করিম জানান, বুধবার দুপুরে ঘটনা জানাজানি হলে শিশুদের খালা বাদী হয়ে থানায় মামলা করেন। ফরহাদ মুগদা এলাকায় একটি মাছের আড়তে কাজ করে।