ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাড়ি থেকে ডেকে নিয়ে মামুন মিয়া (২৫) নামে এক যুবককে মাত্র ২ হাজার ৫শ’ টাকার জন্য পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা আর এই ঘটনা সাভারে এবং এই ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহত মামুন আমিনবাজার ইউনিয়নের দৌবারই গ্রামের আনছার আলীর ছেলে।
এলাকাবাসী জানায়, নিহত ওই যুবক পেশায় ইলেকটিক মিস্ত্রী ছিল। গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার নিজের একটি গাড়ি মেরামত করার জন্য যন্ত্রাংশ কেনার জন্য মামুন মিয়াকে ২ হাজার ৫শ’ টাকা দেন প্রতিবেশী আখিল। পরে গাড়ির যন্ত্রাংশ কিনতে একটু দেরি হওয়ায় গতকাল শনিবার আখিল ও তার লোকজন ইলেকটিক মিন্ত্রী মামুন মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে কাউন্দিয়ার পাঁচকানী এলাকায় নিয়ে যায়। সেখানেই আখিল, তার সহযোগী জাহিদ ও আরেক জাহিদ তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে পালিয়ে যায়।
পরে রাতেই পরিবারের সদস্যরা খবর পেয়ে ওই যুবককে চিকিৎসার জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
এদিকে রাতেই হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ওই যুবকের লাশ নিয়ে আমিনবাজার ঢাকা-আরিচা মহাসড়কের বসুধা এলাকায় বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। এ ঘটনায় জাহিদ নামের এক যুবককে গ্রেপ্তার করলেও প্রধান হত্যাকারীসহ দুজন পলাতক রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, হত্যাকারীদের আটকের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় রাতেই সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।