মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১১:৩৯

কলেজের অধ্যক্ষের উপর হামলা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঢাকার মোহাম্মদপুরের বাসা থেকে ভোরবেলায় বোয়ালমারীতে ফেরার পথে, ফরিদপুরের বোয়ালমারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুস সাত্তার মজুমদারের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে এই ঘটনা গত রবিবারের। এই ঘটনায় ঢাকার মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নং-৪৭।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় তিনি সাংবাদিকদের এ হামলার তথ্য নিশ্চিত করেন।
খোঁজ নিয়ে জানা যায়, ঢাকার মোহাম্মদপুর থেকে গাবতলী আসার পথে দুটি ছেলে তাঁকে গতিরোধ থামিয়ে লাঞ্ছিত করে ও কিল-ঘুসি-থাপ্পর এবং লাঠি দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে । পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে কি কারণে এ হামলা ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
তবে অধ্যক্ষ আব্দুস সাত্তার দাবী করেন, তার সাথে বোয়ালমারী কলেজের জমি নিয়ে স্থানীয় কিছু লোকের সাথ দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এঘটনায় জের ধরে এ হামলা হতে পারে।
মোহাম্মদপুর থানার পুলিশের উপ-পরিদর্শক মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে একটা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত চলছে।
এ ন্যাক্করজনক হামলার ঘটনার পর থেকে সারাদেশের শিক্ষকদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে ও দোষীদের শাস্তির দাবী উঠেছে।