ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পৃথক পৃথক অভিযানে
১২২ লিটার চোলাইমদ এবং ৩৮ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে র্যাব-১ এবং এই ঘটনা গাজীপুরের শ্রীপুরের উপজেলাল জৈনাবাজার ও সিটি করপোরেশনের টঙ্গী বাজারের এলাকায়।
গত রোববার রাতে র্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্প পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানায়।
গাঁজাসহ আটকরা হলেন— বি-বাড়িয়ার কসবা থানার আড়াইবাড়ি এলাকার বাচ্চু মিয়ার ছেলে ইউসুফ মিয়া (২৭) ও একই এলাকার জাবল মিয়ার ছেলে রুবেল মিয়া (২৫)। চোলাইমদসহ আটক আবু সুফিয়ান সঞ্জিব (৪২) পাবনার আমিনপুর থানার মির্জাপুর এলাকার মৃত শেখ মনিরের ছেলে। সঞ্জিব ঢাকার তুরাগ থানাধীন কামারপাড়া এলাকায় ভাড়ায় বসবাস করেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে র্যার-১ পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে জৈনাবাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজাসহ ইউসুফ মিয়া ও বাচ্চু মিয়াকে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।
র্যাব আরও জানায়, একই দিন বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গী বাজার নদীরপাড় এলাকায় অভিযান চালিয়ে ৩০৫ বোতলে ১২২ লিটার দেশীয় চোলাইমদসহ আবু সুফিয়ান সঞ্জিবকে আটক করা হয়।