বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৪:৫৪

হোটেলে মিলল নারীর মরদেহ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে আবাসিক হোটেল থেকে রংপুরে। ওই নারীর সঙ্গে আসা ব্যক্তি পালিয়ে গেছেন বলে দাবি হোটেল কর্তৃপক্ষের। ঘটনাস্থলে আলামত সংগ্রহের কাজ করছে পুলিশ, সিআইডি, পিবিআইসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
হোটেলের ম্যানেজার মোহাম্মদ আলী ও শাহ আলম জানান, বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় দিনাজপুরের বিরল থেকে আর্জিনা খাতুন ও সাইফুল ইসলাম স্বামী-স্ত্রী পরিচয়ে নগরীর বসুন্ধরা আবাসিক হোটেলে ওঠেন।
শুক্রবার সকাল ৮টার দিকে ট্রেনের খবর নেওয়ার কথা বলে হোটেল থেকে বেরিয়ে যান সাইফুল। পরে হোটেলের ঝাড়ুদার হোটেলের কক্ষের দরজা তালাবদ্ধ দেখতে পান। এরপর ম্যানেজারসহ অন্যরা ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাননি। পরে তারা জানালা খুলে ভেতরে মরদেহ দেখতে পেয়ে হোটেলের মালিক ও পুলিশকে জানান। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।