ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তারা হলেন- গোদাগাড়ী পৌর এলাকার সুলতানগঞ্জ গাঙ্গোবাড়ীর শাহ আলমের স্ত্রী মাসুদা (৫৫) ও ছেলে মাসুদ (২৪) এবং এই ঘটনা ঘটে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে একসঙ্গে নিহত হয়েছেন। খবর ইউএনবি’র।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গোদাগাড়ী-নাচোল সড়কের কাজিপাড়ার সাঁওতাল পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মাসুদ তার আত্মীয়ের বাড়ি থেকে মাকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এসময় নাচোলগামী ড্রেজারবাহী একটি লরি ট্রাক মোটরসাইকেলটিকে সরাসরি ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাসুদ মারা যায় এবং হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় মাসুদার।
নিহত মাসুদ ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষের ছাত্র ছিলেন।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং ট্রাকটি আটক করা হয়েছে।