রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১২:১১

তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সায়হাম কটন ও ফয়সল স্পিনিং কারখানার তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হবিগঞ্জে আট ঘণ্টারও বেশি সময় ধরে পুড়ছে একটি তুলার গোডাউন। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
ফায়ার স্টেশনের কর্মকর্তারা জানান, গতকাল রাত সাড়ে ১২টায় মাধবপুরে সায়হাম কটন ও ফয়সল স্পিনিং কারখানার তুলার গুদামে আগুন লাগার খবর পায় তারা। সকাল পর্যন্ত সিলেট, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও মাধবপুরের ৬টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। সায়হাম কটন ও ফয়সল স্পিনিং কারখানার যৌথভাবে ব্যবহৃত প্রায় পাঁচ লাখ বর্গফুটের তুলার গুদামে আগুন ছড়িয়ে পড়েছে। কিভাবে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি।