ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সদর উপজেলার মাগুরা গ্রামের সাইফুল ইসলামের বাড়ি থেকে একটি প্রতারক চক্রকে আটক করেছে পুলিশ।
এই চক্রের বিরুদ্ধে তিন নারীকে দিয়ে পতিতাবৃত্তির নামে বিভিন্ন জায়গা থেকে খরিদ্দার ডেকে তাদের জিম্মি করে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।সাতক্ষীরা শহরতলির মাগুরা গ্রাম থেকে এই তিন নারীসহ ৯ জনের একটি প্রতারক চক্রকে আটক করা হয়।
শুক্রবার বিকালে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাউদ্দীন এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান। এ সময় সদর থানার ওসি আসাদুজ্জামানসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, সংঘবদ্ধ এই চক্রটি দীর্ঘদিন ধরে উক্ত তিন নারীকে দিয়ে মোবাইলের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে পতিতাবৃত্তির নামে খরিদ্দার ডেকে আনত। পরে তাদের জিম্মি করে সুবিধাজনক স্থানে আটকে রেখে টাকা আদায় করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে রাতে সদর থানা পুলিশ মাগুরা গ্রামের সাইফুলের বাড়িতে অভিযান চালিয়ে ঐ প্রতারক চক্রকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মানবপাচার ও প্রতিরোধ দমন আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।