শনিবার, ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ২:১৭

অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২৭ সেপ্টেম্বর দুপুরে আদালতের বিজ্ঞ বিচারক ফরিদপুরে স্কুল ছাত্রী ধর্ষণের মামলায় পিয়াস মিয়া (২১) নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অনাদায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন বিজ্ঞ বিচারক মো, আলমগীর কবীর, নারী শিশু ট্রাইব্যুনাল আদালত
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৭ সালের ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টায় জেএসসির পরিক্ষার্থী সানজিদা আক্তার মিম (১৬) জেলার ভাঙ্গা উপজেলা নুরুল্লাগঞ্জ ইউনিয়নের উচা বাজার কোচিং সেন্টার থেকে পড়া শেষে বাড়ি ফেরার পথে পুকুর হাটি মিয়া বাড়ির সামনে গেলে পূর্ব থেকে উৎ পেতে থাকা বখাটে পিয়াস মেয়েটিকে তার উড়না দিয়ে মুখ পেঁচিয়ে রাস্তার পাঁশের ছন ক্ষেতে নিয়ে যায়।
পরে তাকে অস্ত্রের ভয় দেখিয়ে জোড় করে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় পরের দিন ২৪ সেপ্টেম্বর ধর্ষিতার মাতা শারমিন আক্তার কাজল ভাঙ্গা থানায় বাদি হয়ে মামলা দায়ের করেন। মামলা যাবতীয় সাক্ষ প্রমাণাদি শেষে সত্য বলে বিবেচিত হওয়ায় আদালতের বিজ্ঞ বিচারক এ রায় দেন।