শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:০৮

সোহাগ হত্যার প্রধান দু্ই আসামি গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : উত্তরখানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় বলে মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। রাজধানীর উত্তরখানের রাজবাড়ি এলাকায় কলেজছাত্র মো. সোহাগ হত্যাণ্ডে প্রধান দুই আসামি মাহবুবুল ইসলাম রাসেল ওরফে কাটার রাসেল (২০) ও হৃদয়কে (২২) গ্রেফতার করেছে র‌্যাব।
এদিন বেলা ১২টায় কা্ওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবে র‌্যাব।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর উত্তরখানের রাজাবাড়ি খ্রিষ্টান পাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক রিকশা চালককে মারধরের প্রতিবাদ করায় কলেজছাত্র সোহাগকে মারধরের একপর্যায়ে ছুরিকাঘাতে হত্যা করেন কয়েকজন যুবক।
স্থানীয়রা সোহাগকে উদ্ধার করে উত্তরা নর্দান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরদিন সোহাগের বড় ভাই মেহেদী হাসান সাগর বাদী হয়ে উত্তরখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় মাহবুবুল ইসলাম রাসেল ওরফে কাটার রাসেল (২০), মো. হৃদয় (২২), সাদ (২০), সাব্বির হোসেন (২০) ও সানি (২১) এর নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয়ের আরও চার পাঁচজনকে আসামি করা হয়।