ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রধান কোচ তিতের ঘোষিত দলে ফিরেছেন গোলরক্ষক অ্যালিসন বেকার ও রদ্রিগো
(১৮ সেপ্টেম্বর)। মূলত গত মৌসুমের শেষদিকে রিয়াল মাদ্রিদকে শিরোপা জেতাতে সাহায্য করায় পুরস্কার হিসেবে তিতের স্কোয়াডে জায়গা পেয়েছেন ১৯ বছর বয়সী উইঙ্গার রদ্রিগো।
আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দুই ম্যাচ বলিভিয়া ও পেরুর বিপক্ষে খেলবে ব্রাজিল। ০৮ অক্টোবর ঘরের মাঠে বলিভিয়াকে আতিথেয়তা দেবে ব্রাজিল। এর ৫ দিন পর পেরুর মাঠে খেলতে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রাথমিক সূচি অনুযায়ী গত মার্চে ম্যাচ দু’টি হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে দুই দফায় তা স্থগিত করা হয়। তবে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ফিফা জানায়, পরিবর্তিত পরিকল্পনা অনুযায়ী দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব হবে অক্টোবরে। এর পরদিনই ২৩ সদস্যের দল ঘোষণা করে ব্রাজিল। সূচি পেছানোতে কোচ তিতে স্কোয়াডে পেয়েছেন অ্যালিসন ও রদ্রিগোকে।
ব্রাজিলের ২৩ সদস্যের দল:
গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), ওয়েভারতন (পালমেইরাস), সান্তোস (ক্লাব অ্যাথলেতিকো)।
ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), গ্যাব্রিয়েল মেনিনো (পালমেইরাস), রেনান লোদি (অ্যাতলেতিকো মাদ্রিদ), অ্যালেক্স তেলেস (পোর্তো), থিয়াগো সিলভা (চেলসি), মার্কুইনহোস(পিএসজি), ফেলিপে (অ্যাতলেতিকো মাদ্রিদ), রদ্রিগো কাইয়ো (ফ্ল্যামেঙ্গো)।
মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনহো (লিভারপুল), ব্রুনো গিমারেস (লিওঁ), ডগলাস লুইস (অ্যাস্টন ভিলা), এভারটন রিবেইরো (ফ্লামিঙ্গো), ফিলিপ্পে কুতিনহো (বার্সেলোনা)।
ফরোয়ার্ড: নেইমার (পিএসজি), এভারটন (বেনফিকা), গ্যাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), রবার্তো ফিরমিনো (লিভারপুল), রিচার্লিসন (এভারটন)।