বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৫৫

১২০টি দেশে সরাসরি দেখা যাবে এবারের আইপিএল।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এ বছর আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স।
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর।
ভারতে করোনাভাইরাসের পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় শেষ পর্যন্ত বিদেশের মাটিতে এবারের আইপিএল আয়োজন করতে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আর তাই সবদিক বিবেচনা করে সংযুক্ত আরব আমিরাতকে আইপিএলের জন্য সুরক্ষিত ভেন্যু হিসেবে বেছে নিয়েছে বিসিসিআই।
আমিরাতের তিন শহর- দুবাই, আবু ধাবি এবং শারজাহতে এ বছর আইপিএলের ম্যাচগুলো হবে। তবে দর্শক প্রবেশ করতে পারবে না মাঠে। তাই টিভির পর্দায় চোখ থাকবে ক্রিকেটপ্রেমীদের। বিশ্বের ১২০ টি দেশে সরাসরি দেখা যাবে আইপিএল। শুধু সরাসরি আইপিএল দেখতে পাবেন না পাকিস্তানের ক্রিকেটভক্তরা।
জানা গেছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সম্প্রচার মাধ্যম স্টার স্পোর্টস বিশ্বের ১২০ টি দেশের সঙ্গে লাইভ স্ট্রিমিং-এর ব্যবস্থা করলেও পাকিস্তানের কোনও সম্প্রচার মাধ্যমের সঙ্গে চুক্তি করেনি। ফলে পাকিস্তানে এ বছরও সরাসরি আইপিএল দেখা যাবে না।
আইপিএল ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে একটা আলাদা উন্মাদনা থাকে। আর তাই স্টার স্পোর্টসও বিশ্বের প্রতিটি প্রান্তে এই লিগের রোমাঞ্চ পৌঁছে দিতে চাইছে। কারণ গত ছয় মাসে করোনাভাইরাস এর কারণে ক্রিকেট বন্ধ ছিল। ফলে বিপুল পরিমাণ ক্ষতির মুখে পড়েছে স্টার। আর সেই ক্ষতি কিছুটা দ্রুত পুষিয়ে নিতে চাইছে আইপিএলের মাধ্যমে।
জানা গেছে সব দেশে টেলিভিশন সম্প্রচার সম্ভব না হলেও অ্যাপের মাধ্যমে লাইভ স্ট্রিমিং করা হবে।
দক্ষিণ-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, এমনকি কানাডা, আমেরিকা এবং ইউরোপের বেশ কয়েকটি দেশে দেখানো হবে এবারের আইপিএল। ভারতে আইপিএল দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে।
শুধু তাই নয়, স্টার স্পোর্টসে সাতটি আঞ্চলিক ভাষাতেও ধারাভাষ্য শোনা যাবে আইপিএলের।