রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১২:২০

অ্যাম্বুলেন্স-কাভার্ডভ্যান সংঘর্ষে ৬ জনের প্রাণহানি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বুধবার বিকাল ৫টার দিকে উজিরপুরের আটিপাড়া এলাকার বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।বরিশালের উজিরপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্স ও কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষে ৬ জনের প্রাণহানি হয়েছে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান।
তিনি বলেন, বুধবার বিকাল ৫টার দিকে রোগীবাহী অ্যাম্বুলেন্স ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অ্যাম্বুলেন্সের ৬ জন যাত্রী মারা গেছেন।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি বলে জানান তিনি।