মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৬:৪৮

বার্সেলোনার অনুশীলনে ফিরছেন মেসি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আগামী সোমবার (৩১ আগস্ট) রোনাল্ড কোম্যানের অনুশীলন সেশনে যোগ দেবেন বার্সেলোনার সর্বকালের সেরা এই ফুটবলার। আর এই তথ্যটি নিশ্চিত করেছে আর্জেন্টিনার নির্ভরযোগ্য ক্রীড়া সংবাদ মাধ্যম টিওয়াইসি। বর্তমান ছুটিতে আছেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। আর ওই ছুটির মধ্যেই বার্সার নতুন কোচ রোনাল্ড কোম্যানের সঙ্গে বৈঠক করেছেন তিনি। আবার সেই ছুটির মধ্যেই বুরোফ্যাক্সের মাধ্যমে বার্সাকে তার ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়ে চিঠি দিয়েছেন। তবে ক্লাব ছাড়ার ব্যাপারে মেসি দৃড় প্রতিজ্ঞাবদ্ধ থাকলেও বার্সেলোনার অনুশীলনে ফিরছেন তিনি। আর সেই অনুশীলনে শুধু মেসি একাই নন, তার সতীর্থ সঙ্গে লু্ইস সুয়ারেজও অনুশীলনে যোগ দিতে পারেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি।
এরই মধ্যে বার্সেলোনার বেশ কিছু ফুটবলার অনুশীলন শুরু করেছেন। বুধবার (২৬ আগস্ট) সার্জিও বুসকেটস, আনসু ফাতি ও কার্লেস আরেনা অনুশীলনে নেমেছেন। এর আগেই অনুশীলনে নেমে পড়েছেন আরও কিছু ফুটবলার। মেসিও অনুশীলনে নামবেন। কারণ তিনি ক্লাবের সঙ্গে দ্বন্দ্বে জড়াতে চান না।
মেসির সঙ্গে বার্সার ২০২১ সাল পর্যন্ত চুক্তি আছে। মেসি কেবল বার্সাকে অনুরোধ করেছেন, তিনি ক্লাব ছাড়তে চান। তাকে রিলিজ ক্লজের শর্ত থেকে যেন মুক্ত করে দেওয়া হয়। বার্সার সঙ্গে মেসির চুক্তি থাকায় তিনি অনুশীলন করতে প্রতিশ্রুতিবদ্ধ। মেসি সেটা না মানলে, বার্সা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে। সেই সুযোগ তাদের আছে।
এর আগে ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থার মেলো অনুশীলন করতে না চাওয়ায় বার্সা তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিল। মেসি তেমনটা করতে চান না। এক্ষেত্রে তিনি পুরোপুরি পেশাদারিত্ব দেখাতে চান।
তবে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, মেসি সোমবার অনুশীলনের পরে আইনজীবীদের সঙ্গে আলাপ করতে চান। তার ক্লাব ছাড়ার ব্যাপারে আইনগত বিষয়গুলো কী, তা পরিষ্কার হতে চান।