বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, সকাল ৭:৪২

কনস্টেবলদের ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠান বরিশাল বিএমপিতে অনুষ্ঠিত।

ডেইলি ক্রাইম বার্তা : বিএমপিতে সদ্য যোগদানকৃত কনস্টেবলদের ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স বরিশালে। শনিবার ১৮ নভেম্বর উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব, মোঃ সাইফুল ইসলাম, বিপিএম (বার) সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় সদ্য যোগদানকৃত কনস্টেবলদের উদ্দেশ্য বলেন, আমরা শৃঙ্খলিত বাহিনী। পুলিশ সার্ভিস অন্য যেকোনো প্রতিষ্ঠান থেকে সম্পূর্ণ আলাদা। আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন আচরণ থেকে বিরত থেকে শৃঙ্খলার সাথে কাজ করতে হবে। এছাড়াও পেশাদারিত্ব, উত্তম ব্যবহার, খেলাধুলা ও শরীরচর্চা এবং অনলাইন প্ল্যাটফর্ম সচেতনতার সাথে ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) জনাব, হাসান মোঃ শওকত আলী মহোদয় “জেন্ডার সংবেদনশীলতা/ নারী পুরুষ ভারসাম্যপূর্ণ আচরণ, পারিবারিক সহিংসতা, যৌতুক, বৃহত্তর পরিবার সংবেদনশীলতা ইত্যাদি শীর্ষক বিষয়ের উপর আলোকপাত করেন। সমাপনী অনুষ্ঠানে বিএমপি’র অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”