ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গাছ পড়ে সন্দ্বীপে একজনের মৃত্যু হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলি উপকূল অতিক্রম করার সময় গাছ পড়ে এ মৃত্যুর ঘটনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়।
নিহত আব্দুল ওহাব (৬০) মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল লতিফ।
স্থানীয়রা জানান, আবদুল ওহাব নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি যাওয়ার পথে প্যালিশ্যার বাজারের পূর্ব পাশে রাস্তায় একটি গাছের ডাল ভেঙে তার মাথার ওপর পড়ে। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে বিকেল সাড়ে ৪টায় তার মৃত্যু হয়।