শুক্রবার, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, রাত ৩:০০

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে উদ্বোধন বরিশাল কীর্তনখোলা নদীর বাদ রক্ষার প্রকল্পের।

ডেইলি ক্রাইম বার্তা : কীর্তনখোলা নদীর তীর স্থায়ী সংরক্ষণসহ পানিসম্পদ মন্ত্রণালয়ের বরিশালের ৮০টি সমাপ্ত প্রকল্প উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৬ অক্টোবর) ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এসব প্রকল্প উদ্বোধন করেন।
এ উদ্বোধনী অনুষ্ঠান বরিশাল সদর উপজেলার চরকাউয়ার এক প্রান্তে অনুষ্ঠিত হয়। সেখানে সিটি কর্পোরেশনের মেয়র জনাব, সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য জনাব, পংকজ দেবনাথ, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য জনাবা, রুবিনা আক্তার মীরা, বরিশাল বিভাগীয় কমিশনার জনাব, শওকত আলী, জেলা প্রশাসক জনাব, শহিদুল ইসলাম, সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস, জেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য উপকারভোগীরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ভিডিও কনফারেন্সে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জলাবদ্ধতা যেন সৃষ্টি না হয়, সেদিকে নজর রাখতে হবে। সব জায়গায় পানি সরে যাওয়ার জন্য জলাধার রাখতে হবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে আমাদের দেশকে বাঁচাতে হবে।
মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, আমাদের নদী-নালাগুলো মানুষের জীবনের মতো, এগুলোর প্রবাহ ঠিক রাখতে হবে।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”