বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, সকাল ৮:০৭

অধ্যক্ষের মৃত্যুতে শোক প্রকাশ : এমপি রতন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অধ্যক্ষ মোঃ নুর উদ্দিন সাহেবের যানাজার নামাজে অংশ গ্রহণ করেন, সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার জনাব, মোয়াজ্জেম হোসেন রতন এবং এ যানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায়।
রবিবার দুপুরে জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের নোয়াগাঁও অষ্টগ্রাম ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার প্রিন্সিপাল/অধ্যক্ষ মোঃ নুর উদ্দিন সাহেবের আত্মার মাগফেরাত কামনা করেন হাওর বন্ধু, উন্নয়নের রুপকার, তিনবারে এমপি ইঞ্জিনিয়ার জনাব, মোয়াজ্জেম হোসেন রতন।
তিনি মরহুমের যানাজার নামাজে অংশ গ্রহণ করেন এবং মরহুমের আত্নার মাখফেরাত কামনা করেন।
জানাযায়, অধ্যক্ষ মোঃ নুর উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স ৫৮ বছর, তিনি ৬ ছেলে ও স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে।
এসময় অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী, নোয়াগাঁও অষ্টগ্রাম ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ নাজেল সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।