বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, সকাল ৭:১২

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোনায় আলোচনা সভা অনুষ্ঠিত।

ডেইলি ক্রাইম বার্তা : জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে নেত্রকোনার মেডিকেল কলেজের ৫ম প্রতিষ্ঠা বার্ষীকির শুভ সূচনা করা হয় নেত্রকোনায়।
দিবসটি উপলক্ষ্যে রবিবার ১৭ সেপ্টেম্বর দুপুরে প্রধান অতিথি হিসেবে, শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা জনাব, মোঃ আশরাফ আলী খান খসরু এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোণা-৪ মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ি আসনের সংসদ সদস্য জনাব, সাজ্জাদুল হাসানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
নেত্রকোণা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা বার্ষীকি উপলক্ষ্যে কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ শ্যামল কুমার পালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ও প্রতিরোধ যোদ্ধা অসিত কুমার সরকার সজল, পুলিশ সুপার জনাব, মোঃ ফয়েজ আহমেদ,সিভিল সার্জন মোঃ সেলিম মিয়া,পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”