ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি আয়োজিত দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে অদ্য ১৩ আগস্ট বরিশাল অঞ্চলের কর্মসূচি উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ছাদেকুল আরেফিন।
দুপুর ২ টায় বিভাগীয় সরকারি গনগ্রন্থাগার আঙিনায় নিজ হাতে বৃক্ষরোপনের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এসময়ে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের সমন্বয়কারী বাহাউদ্দিন গোলাপ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব প্রফেসর স ম ইমানুল হাকিম, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, বিভাগীয় সরকারি গনগ্রন্থাগারের সহকারী পরিচালক খালিদ মোহাম্মদ সাইফুল্লাহ, ভ্রাম্যমাণ লাইব্রেরি কর্মকর্তা তরুণ কুমার দেবনাথ সহ বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠক স্বেচ্ছাসেবকগন।