বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, সকাল ৮:৫৬

নলছিটি উপজেলা ছাত্র কল্যান সমিতির নেতৃত্বে মাহাবুব-গালিব।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কমিটি গঠন করা হয়েছে ঢাকাস্থ নলছিটি উপজেলা ছাত্র কল্যান সমিতির ২৩-২৪ কার্যবর্ষের। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহাবুব তালুকদারকে সভাপতি এবং ঢাকা কলেজের আব্দুল্লাহ হিল গালিবকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
বুধবার (২৩ আগষ্ট) সংগঠনটির বিজ্ঞপ্তিতে ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নব-মনোনীত সভাপতি মাহাবুব তালুকদার বলেন, আমার প্রতি বিশ্বাস রেখে দায়িত্ব অর্পণ করায় নলছিটি উপজেলা ছাত্র কল্যান সমিতির সাবেক নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় সংগঠনের সম্মান ধরে রাখতে এবং সাফল্যের ধারা বজায় রাখতে সচেষ্ট থাকব। নলছিটি থেকে আগত সকল শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে সদা সচেষ্ট থাকব।
সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হিল গালিব বলেন, ঢাকাস্থ নলছিটি উপজেলা ছাত্র কল্যান পরিবারের সবার প্রতি কৃতজ্ঞতা যারা আমাকে এই গুরুদায়িত্ব অর্পিত করেছেন। তাদের আস্থার জায়গাটি সমুন্নত রেখে একনিষ্ঠ ভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ্।
সংগঠনের ইতিহাস এবং ঐতিহ্যের ধারাবাহিকতায়, সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং মতামতের ভিত্তিতে নবগঠিত ঢাকাস্থ নলছিটি উপজেলা ছাত্রকল্যাণ সমিতি কেন্দ্রীয়ভাবে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।