ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি যাত্রীবাহী বাস থেকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের উত্তর মুহুরিপাড়ায় দুই কেজি ১৯৫ গ্রাম হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল শনিবার ঢাকা থেকে কক্সবাজারগামী ওই বাসে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব হেরোইন জব্দ করা হয়।
বিজিবি কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) জানায়, ঢাকা থেকে হেরোইনের একটি চালান কক্সবাজারে আসছে—এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অবস্থান নেন বিজিবির সদস্যরা।
যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে এলে তল্লাশি চালানো হয়।
এ সময় মালিকবিহীন অবস্থায় এসব হেরোইন জব্দ করা হয়।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।