ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৫ কিলেমিটার সড়কের জন্য মৌলভীবাজারের রাজনগর উপজেলায় চরম দূর্ভোগে রয়েছেন কামারচাক উইনিয়ন ও টেংরা ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ। দীর্ঘদিন থেকে এ সড়কটি মেরামত না করায় সমস্যায় পড়ছেন এই দুই ইউনিয়নের সাধারণ মানুষ। এমনকি মূমুর্ষ রোগী ও গর্ভবতী নারীদেরও পেতে হচ্ছে কষ্ট।
ভারী যানবাহন চলার কারণেই সড়কটি চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে বলেই মনে করছে উপজেলা প্রকৌশল অধিদপ্তর ও স্থানীয় জনসাধারণ।
স্থানীয় ও উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়ন জনবহুল একটি ইউনিয়ন। মৌলভীবাজার ও রাজনগরের সঙ্গে এ ইউনয়িনের মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম টেংরা-তারাপাশা সড়ক।
তাই অতি শিঘ্রই সড়কটি মেরামতের দাবি এলাকাবাসির।
এ বিষয়ে রাজনগর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আকরাম হোসেন তালুকদার জানান, টেংরা তারাপাশা সড়কের রাজনগরের সীমানা পর্যন্ত সড়কের মেরামতের জন্য প্রাক্কলিত বরাদ্দ তৈরি করে ঢাকায় পাঠানো হয়েছে। বরাদ্দ অনুমোদন হলেই সড়ক মেরামত কাজের টেন্ডার আহবান করা হবে।